রিয়াল মাদ্রিদে এমবাপ্পে একা কী করবেন
একসময় আর্জেন্টিনার খারাপ খেলায় শোনা যেত, "মেসি একা কী করবেন!" এখন একই প্রশ্ন তোলা যায় রিয়াল মাদ্রিদকে ঘিরে—শুধু নামটা বদলে হয়েছে কিলিয়ান এমবাপ্পে।চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে হারের ম্যাচেও সবচেয়ে বেশি শট, ড্রিবল, আক্রমণভাগে পাস ও গোল—সবই ছিল এমবাপ্পের। মৌসুমজুড়ে তিনিই রিয়ালের ভরসা। ৩৩ ম্যাচে দলের ৭৫ গোলের মধ্যে তাঁর একার ৩৬টি। লা লিগায় ২০ ম্যাচে ২১ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও ৭ ম্যাচে ১৩ গোল তাঁর।অন্যদিকে ভিনিসিয়ুস, বেলিংহামরা প্রত্যাশামতো জ্বলে উঠতে পারছেন না। ফলে দলের মোট গোলের প্রায় অর্ধেকই আসছে এমবাপ্পের কাছ থেকে। এতে বোঝা যায়, রিয়ালের আক্রমণে ভারসাম্যের ঘাটতি স্পষ্ট। বার্সা যেমন একসময় মেসিনির্ভর ছিল, রিয়ালও এখন এমবাপ্পেনির্ভর।
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক ম্যাচগুলোতে রিয়ালের ৬০ শতাংশের বেশি গোল এসেছে তাঁর পা থেকে। পারফরম্যান্সে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সেরা সময়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন। তবে ফুটবল দলীয় খেলা—একজন খেলোয়াড় একা কত দিন দলকে টেনে নিতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
Comments