ধানের শীষের প্রচারে বিসিবি পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর
ফরিদপুর-৪ আসনে নির্বাচনী হাওয়া তুঙ্গে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে প্রচারে নেমেছেন বিসিবি পরিচালক ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চর ব্রাহ্মণদি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, "বক্তব্য পরিষ্কার, আর মাত্র ১২ দিন পর ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। দেশের ভাগ্য পরিবর্তনে জামাত বা স্বতন্ত্র কোনো মার্কাই কাজে আসবে না।"
তিনি ভোটারদের আশ্বস্ত করে আরও বলেন, "বিগত দিনের মতো ভবিষ্যতেও আপনাদের সব বিপদ ও দুঃখ-দুর্দশায় আমি এবং আমার দল ঢাল হয়ে পাশে থাকব। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষকে জয়যুক্ত করুন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, "শুধুমাত্র ফরিদপুর-৪ নয়, বরং সারা দেশের ৩০০ আসনেই বিএনপিকে জয়যুক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের ক্রীড়া কাঠামো আরও শক্তিশালী ও মজবুত হবে।"
যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ছেড়ে খেলার মাঠে ফিরতে হবে। ছেলে ও মেয়েদের সমানভাবে খেলাধুলায় আগ্রহী হতে হবে। আমরা যদি একটি সুস্থ ও মেধাবী জাতি গড়তে চাই, তবে খেলাধুলার কোনো বিকল্প নেই।" তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে বিশেষ ভূমিকা নিবে।
সভায় সদরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের পদচারণা আর আসিফ আকবরের উপস্থিতিতে পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Comments