ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে। তবে এ ধরনের কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "২০০৮ সালে আমরা দেখেছি, ভারত ও বিভিন্ন বৈদেশিক শক্তি কীভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এনেছিল। এবার যদি আবার সে ধরনের কোনো পরিকল্পনা করা হয়, তাহলে দেশের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।"
তিনি আরও বলেন, এবারের নির্বাচন ১৯৯১ সালের নির্বাচনের মতো হতে পারে। সে সময় একটি দল আগেই মন্ত্রিসভা সাজিয়ে রেখেছিল এবং তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে। কিন্তু ছাত্র-জনতা ও শ্রমজীবী মানুষের আন্দোলনে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, "ইনশাল্লাহ, এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।"
নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, একটি দলের শীর্ষ নেতা তাহাজ্জুতের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকার কথা বলেছেন, যা কেন্দ্র দখলের ইঙ্গিত দেয়। তবে ঐক্যবদ্ধ জনগণ এ ধরনের চেষ্টা রুখে দেবে বলে তিনি দাবি করেন।
পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, অতীতে যেমন কিছু মিডিয়া আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল, এবারও তেমনি একটি বিশেষ দলের পক্ষে কিছু গণমাধ্যম কাজ করছে। তবে এবারও তারা কোনো দলকে রক্ষা করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
Comments