৫৪ বছরের প্রচলিত আইন জনগণ আর চায় না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছর ধরে যে প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে, তা আর চায় না জনগণ। এই আইনের মাধ্যমে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বিপুল অর্থ পাচার হয়েছে এবং দেশকে বিদেশিনির্ভরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কুড়িগ্রামের উলিপুর, লালমনিরহাট ও রংপুরে পৃথক নির্বাচনি জনসভা ও পথসভায় গতকাল তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্ট এলাকাসমূহ থেকে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা এই তথ্য জানান। বিএনপি ও জামায়াতসহ বিদ্যমান রাজনৈতিক জোটগুলো ইসলামি আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ নয় বলে এসব জনসভায় মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই রাষ্ট্রীয়ভাবে ইসলামি নীতি ও শরিয়াহভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামের প্রতীক হিসেবে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা বিজয়ী হলে দেশে দুর্নীতি থাকবে না এবং শিক্ষা, চিকিত্সা, কৃষিসহ সব খাতে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এখনো নির্বাচনের মাঠ পুরোপুরি সমতল হয়নি এবং সহিংসতার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।
এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর এক নেতা হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে চরমোনাই পির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় হতাশাজনক। সহিংসতায় জড়িতদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা থাকলে তাও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।
Comments