মাঘ মাসে যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কি করবেন: গোলাম পরওয়ার
শেরপুরের শ্রীপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় নির্বাচনি সহিংসতায় প্রথম জামায়াতের একজন নেতা শহিদ হয়েছেন। সরকার প্রধান, ইলেকশন কমিশনের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলছি, এ ঘটনার যদি আর কোনো পুনরাবৃত্তি ঘটে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ, নিরাপদে হবে কি না, সেটি প্রশ্নবিদ্ধ হবে- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের উদ্যেগে খুলনা-৫ আসনের ডুমুরিয়ায় জামায়াত ইসলামির প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, এ হানাহানি যদি শুরু হয়ে যায় আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। এ সময় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা এখনি মাথা গরম করবেন না। মাঘ মাসে যদি মাথা গরম তাহলে চৈত্র মাসে কি করবেন?
এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি।
Comments