আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন।
দুদক বলেছে, আনিস আলমগীরের মোট সম্পদের পরিমাণ চার কোটি ২৫ লাখ টাকা, অথচ সর্বশেষ আয়কর রিটার্নে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। ফলে তিনি জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় তিন কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে তা গোপন করেছেন।
গত ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
পরদিন জুলাই রেভুল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় আনিস ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোত্তা ও ইমতু রতীশকে আসামি করা হয়।
ওই দিনই আনিস আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
Comments