নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের সভায় ফের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি পথসভায় দুর্বৃত্তরা এই হামলা চালায়।
পাটওয়ারীর সঙ্গে থাকা নেতাকর্মীরা অভিযোগ করে বলছেন, ছাত্রের ছদ্মবেশে বিএনপির একদল লোক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং ডিম নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচারণা চলাকালীন কে বা কারা ডিম নিক্ষেপ করে এবং এতে কর্মসূচি বিঘ্নিত হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান। বারবার ঘটে যাওয়া এসব হেনস্তার শিকার হয়েও নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সে জায়গা থেকে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার আসনে প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তবে, এখন পর্যন্ত এই ডিম হামলার ঘটনায় কাউকেই আটকের খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
Comments