ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে একটি বিল দেশটির জাতীয় পরিষদে পাস হয়েছে। অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়। সোমবার নিম্নকক্ষের আইনপ্রণেতারা বিলটির মূল বিষয়গুলোতে একমত হন। পরে ১১৬–২৩ ভোটে বিলটির পক্ষে রায় দেন তারা। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন। খবর- বিবিসি
পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সোম থেকে মঙ্গলবার রাতভর চলা এক অধিবেশনে বিলটি নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৩০টি, আর বিপক্ষে ভোট পড়েছে ২১টি। এখন বিলটিকে ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে পাস হওয়ার পর এটিকে আইনে পরিণত করা হবে। প্রস্তাবিত এ আইনের আওতায় ফ্রান্সে হাইস্কুলগুলোতে মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ রাখার কথাও বলা হয়েছে।
দেশটির জাতীয় পরিষদে সোম থেকে মঙ্গলবার রাতভর চলা অধিবেশনের পর বিলটি পাস হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট মাখোঁ একে 'একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি এই ভোটকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে অভিহিত করেছেন। তিনি সরকারকে পরবর্তী ধাপগুলো দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান, 'যাতে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা যায়'। ফ্রান্সে ১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। তিনি লেখেন, 'আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়।'
বিলটির উদ্যোক্তা এমপি লর মিলার ল্য মঁদ পত্রিকাকে বলেন, 'এই আইনের মাধ্যমে আমরা সমাজে একটি স্পষ্ট সীমারেখা টেনে দিচ্ছি।' তিনি আরও বলেন, 'আমরা খুব সহজ একটি কথা বলছি—সোশ্যাল নেটওয়ার্কগুলো নিরীহ বা ক্ষতিবিহীন নয়।' মিলারের ভাষায়, 'এই নেটওয়ার্কগুলো মানুষকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা মানুষকে দূরে ঠেলে দিয়েছে। তারা তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তথ্যের ভারে আমাদের ডুবিয়ে দিয়েছে। তারা বিনোদনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মানুষকে বন্দি করে ফেলেছে।'
নতুন খসড়া অনুযায়ী, রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর বলে বিবেচিত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোর একটি তালিকা তৈরি করবে। ১৫ বছরের কম বয়সীদের জন্য সেগুলো পুরোপুরি নিষিদ্ধ করা হবে। অপেক্ষাকৃত কম ক্ষতিকর সাইটগুলোর জন্য একটি আলাদা তালিকা থাকবে। এসব সাইট ব্যবহার করতে হলে বাবা-মায়ের স্পষ্ট অনুমোদন প্রয়োজন হবে। আরেকটি ধারায় সিনিয়র স্কুলগুলোতে (লিসে) মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। জুনিয়র ও মিডল স্কুলগুলোতে এই নিষেধাজ্ঞা আগেই কার্যকর রয়েছে।
আইনটি পাস হলে ফ্রান্সকে বয়স যাচাইয়ের একটি পদ্ধতির বিষয়ে একমত হতে হবে। দেশটিতে বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের অনলাইন পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে বয়স প্রমাণের একটি ব্যবস্থা চালু রয়েছে।
Comments