অভিষেকের ব্যাটে ড্রিংকস ব্রেকের আগেই ম্যাচ জিতল ভারত
জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণয়ের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৩ রানে বেঁধে ফেলে ভারত। এই রান তাড়া করতে তাদের লেগেছে মাত্র ৬০ বল। ভারতীয় হিসেবে অভিষেক শর্মার দ্বিতীয় দ্রুততম ফিফটিতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। কিউইরা ৩-০ তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে।
গুয়াহাটিতে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৩৪ রানে প্রথম তিন ব্যাটারকে হারায়। মার্ক চাপম্যান ও গ্লেন ফিলিপস পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধের আভাস দেন। চাপম্যান (৩২) আউট হওয়ার পর ড্যারিল মিচেলকে নিয়ে ফিলিপস ২৬ রানের জুটি গড়েন। তারপর কোনো রান না করে দুই ব্যাটারের বিদায়। ফিলিপস ৩২ রান করেন, মিচেল (১৪) হতাশ করেছেন।
পরের ব্যাটারদের মধ্যে কেবল মিচেল স্যান্টনার (২৭) দুই অঙ্কের ঘরে রান করেন। ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে কিউইরা।
বুমরাহ ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৮ রান খরচায় দুটি পান বিষ্ণয়। হার্দিক পান্ডিয়াও সমানসংখ্যক উইকেট নেন, তবে দিয়েছেন ২৩ রান।
লক্ষ্যে নেমে ভারত ইনিংসের প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে হারায়। ইশান কিষাণ ও অভিষেক নিজেদের প্রান্ত থেকে ঝড় তোলেন। ৩.২ ওভারে ৫৩ রান তুলে এই জুটি ভাঙে। ১৩ বলে ২৮ রান করে সরাসরি চাপম্যানের হাতে ধরা পড়েন কিষাণ। ওখানেই জয়ের ভিত গড়ে ভারত, যার শেষ হয় অভিষেকের তাণ্ডবে। যুবরাজ সিংয়ের (১২ বল) পর দ্বিতীয় দ্রুততম ফিফটি করেন এই ওপেনার। ১৪ বলে ৫ চার ও ৪ ছয়ে পঞ্চাশ ছোঁন অভিষেক।
তার সঙ্গে আরেক প্রান্ত থেকে সূর্যকুমার যাদব বিধ্বংসী ছিলেন। দুজনের ৪০ বলে ১০২ রানের অপরাজিত জুটিতে ড্রিংকস ব্রেকের আগেই ম্যাচ জেতে স্বাগতিকরা।
২০ বলে ৭ চার ও ৫ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন অভিষেক। ২৬ বলে ৫৭ রানে খেলছিলেন সূর্যকুমার, তার ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছয়।
Comments