দক্ষ ও আধুনিক স্কাউটিং গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের ‘আঞ্চলিক প্রোগ্রাম ওয়ার্কশপ’ অনুষ্ঠিত
দক্ষ, যুগোপযোগী ও আধুনিক স্কাউটিং কার্যক্রম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের উদ্যোগে ২৪ জানুয়ারি দিনব্যাপী 'আঞ্চলিক প্রোগ্রাম ওয়ার্কশপ' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর কাকরাইলের বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের নিজাম হল-এ আয়োজিত এই কর্মশালায় স্কাউটিং কার্যক্রমের আধুনিকায়ন, যুব উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল ড. সাধন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) মোঃ সায়েদ বাসিত, আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ শামসুল হক এবং যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।
কর্মশালায় বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আওতাধীন ১৪টি জেলার সম্পাদক, জেলা স্কাউট লিডার, জেলা কাব স্কাউট লিডারসহ জাতীয় সদর দপ্তর ও জেলা পর্যায়ে কর্মরত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন। সর্বমোট ৮৬ জন স্কাউটার এই কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম আব্দুস সাত্তার বলেন,পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্কাউটিংকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে হবে। যুবসমাজকে মাদকমুক্ত, দেশপ্রেমিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্কাউট লিডারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মশালার বিভিন্ন সেশনে স্কাউটদের গুণগত মানোন্নয়ন, নতুন শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম ডিজাইন, মাঠপর্যায়ে স্কাউটিং কার্যক্রমের বিস্তার এবং ইয়ুথ প্রোগ্রামে স্কাউট বয়সী ছেলে-মেয়েদের অধিকতর সম্পৃক্তকরণ বিষয়ে গ্রুপ ডিসকাশন ও প্রেজেন্টেশন হয়। এছাড়া ইয়ুথ ইনভলভমেন্ট পলিসি বাস্তবায়ন, নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং মনিটরিং কৌশল এবং তৃতীয় পঞ্চবার্ষিকী প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে আলাদা সেশন পরিচালিত হয়।
কর্মশালার একপর্যায়ে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনারদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। শেষে ওয়ার্কশপের সুপারিশমালা উপস্থাপন ও চূড়ান্ত করা হয়। মুক্ত আলোচনা ও সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments