মালয়েশিয়ায় নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
নতুন বছরে প্রবাসী বন্ধুদের সাথে একত্রে হওয়ার জন্য এক ব্যাতিক্রম ধর্মী আয়োজন প্রবাসী বাংলাদেশীদের। প্রতিযোগিতা খাওয়া দাওয়া, ব্যাডমিন্টন পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশ।
রবিবার (১৮ জানুয়ারি) বুকিত বিন্তাং ব্যাডমিন্টনে অংশ নেয় ১৬ টি দল।
আর সি কে এল -১, আর সি কে এল -২, আর সি কে এল- ৩, রূপসা ভিক্টোরিয়ানস, ওলাক ল্যাম্পটি, কোট চ্যালেঞ্জার্স, টিম ইউনাইটেড সিলেট, টিম এস বি এ, টিম ম্যাস সৈয়দ, টিম ইয়ং স্টার সিলেট, টিম ফ্রেন্ডস ক্লাব, টিম কুমিল্লা ভিক্টোরিয়া, টিম ম্যাস ব্রাদার্স, টিম হাদি জাস্টিস রিভিশন ও চিটাগাং ফাইটারস, এ বি এবং টিম পুত্রজায়ায়।
খেলায় প্রতিযোগিতার থেকে বেশি ছিল একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, ছুটির দিনে বন্ধুদের সাথে একত্রে হয়ে আনন্দ করা। খেলোয়াড় ছাড়াও খেলা উপভোগ করতে ভিড় জমান প্রবাসীরা, কাজের পাশাপাশি খেলাধুলার সময় পাওয়া কষ্টকর হলেও এমন আয়োজনে প্রবাসীদের অংশগ্রহণ চোখে পড়ার মত।
তবে এ সব আয়োজনে বিদেশের মাটিতে ব্যয়বহুল, এই খরচ সব সময় বহন করে এক ঝাঁক তরুণ উদ্দোক্তা, এর মধ্যে অন্যতম এন আর মাল্টি গ্রুপ এসডি এন্ড বিএইসডি গ্রুপের কর্ণধার প্রবাসী তরুণ উদ্দোক্তা রাফিজ রহমান রাসেল।
এ খেলায় বিজয়ী হয় টিম হাদি জাস্টিস রেভিলেশন, তবে কুমিল্লা ভিক্টোরিয়া রানারআপ হলে লড়াই করেন দুর্দান্ত।
গ্রুপ পর্বে প্রথমে ৮ টি দল বাদপড়ে। দ্বিতীয় পর্বে যায় ৮টি দল ১.চিটাগং ফাইটার্স ২.সেম ব্রাদার্স ৩.হাদি জাস্টিস ৪.কুমিল্লা ভিক্টোরিয়া ৫.টিম এস বি এ- ২, ৬.ইয়ং স্টার সিলেট ৭.টিম ইউনাইটেড সিলেট ৮.ম্যাস সৈয়দ -২।
পয়েন্ট ও হাড্ডা হাড্ডি লড়াইয়ের পরে টিম ইউনাইটেড সিলেট, টিম হাদি জাস্টিস রেভিলেশন, কুমিল্লা ভিক্টোরিয়া ও চিটাগং ফাইটার্স সেমিফাইনালে ওঠে। এসময় টিম ইউনাইটেড সিলেট ৩য় হওয়ার গৌরব অর্জন করে।
Comments