শেষ ভরসা শাহরুখ খান
বলিউডের আলোচিত সিনেমা 'ডন ৩'। রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই সব প্রস্তুতি চলছিল। এমনটি ফার্সলুক টিজারও প্রকাশ পেয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা দুটোই ছিল। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের গতিতে এগিয়ে চলছিলেন নির্মাতা ফারহান আখতার। কিন্তু নতুন খবর হল 'ডন' চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যে নাকি কিং খানের কাছে পৌঁছেছে প্রস্তাব। তবে এখানে শাহরুখ একটি শর্ত রেখেছেন বলে গুঞ্জন উঠেছে।
'ডন ৩' নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীর সিংয়ের কাস্টিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। শুরু থেকেই দর্শকদের একাংশের দাবি ছিল, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো ব্যক্তিত্বে গড়া 'ডন' চরিত্রের সঙ্গে রণবীর সিংয়ের ইমেজ ঠিক মানানসই নয়। অনেকেই রণবীরকে 'ডন' চরিত্রে মানতে চাননি, আবার একাধিক কাস্টিং পরিবর্তন নিয়েও উঠেছিল প্রশ্ন। নিজের অবস্থানে অনড় থেকেছেন নির্মাতা। তবে সম্প্রতি 'ধুরন্ধর' সিনেমার দুর্দান্ত ব্যবসার পর রণবীর সিংয়ের পারিশ্রমিক বেড়ে যাওয়াও নাকি প্রযোজক-পরিচালকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এবার শাহরুখ খানের সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জনে আবারও উত্তাল বলিউড। বলিউড মহলের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আগ্রহ দেখালেও প্রযোজনা সংস্থার সামনে নাকি বড় কিছু শর্ত রেখেছেন কিং খান। সেই শর্তে ফারহান আখতার রাজি হবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা।
শোনা যাচ্ছে, 'ডন ৩'-এর টিমে দক্ষিণী পরিচালক অ্যাটলিকে যুক্ত করতে চাইছেন শাহরুখ খান। কারণ, ২০২৩ সালে অ্যাটলির পরিচালনায় মুক্তি পাওয়া 'জওয়ান' সিনেমাটি বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি ব্যবসা করে বলিউড বক্স অফিসে ঝড় তোলে এবং শাহরুখ খানকে আবারও 'বাদশা'র সিংহাসনে বসায়। তাই 'ডন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিকেও নিশ্চিত হিট করতে অ্যাটলিকে দেখতে চাইছেন শাহরুখ। যদিও অ্যাটলি ঠিক কোন ভূমিকায় যুক্ত হবেন, তা এখনও স্পষ্ট নয়।
২০০৬ সাল থেকে 'ডন' ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ রয়েছে ফারহান আখতারের হাতে। শাহরুখ খানকে নিয়েই প্রথম দুই কিস্তিকে সুপারহিট করেছিলেন তিনি। ফলে নিজের এই ডন সাম্রাজ্যে অন্য কোনো প্রভাবশালী পরিচালককে জায়গা দেবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত 'ডন' ছবিতে প্রথম এই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে 'ডন: দ্য চেজ বিগিনস এগেইন' এবং ২০১১ সালে 'ডন ২: দ্য কিং ইজ ব্যাক'-এ একই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। দুই সিনেমারই পরিচালক ছিলেন ফারহান আখতার।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত 'কিং' নিয়ে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। এই সিনেমা দিয়ে বলিউড অভিষেক হতে যাচ্ছে সুহানার। 'কিং' নিয়ে যখন শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই সামনে এল 'ডন ৩' সিনেমার খবর।
Comments