রাকিব আলীর মায়ের মৃত্যুতে ঢাকা জার্নাল পরিবারের গভীর শোক
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা জার্নালের রিপোর্টার রাকিব আলীর মা আনজিলা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৩টা ৩৯ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমাকে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে গেল বছরের ২৭ মার্চ রাকিব আলীর বাবাও ইন্তেকাল করেন। বছর যেতে না যেতে বাবা-মাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঢাকা জার্নাল পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়, 'রাকিব আলীর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আনজিলা খাতুন ছিলেন একজন ধর্মভীরু, ধৈর্যশীল ও মমতাময়ী মানুষ। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি'।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমা আনজিলা খাতুনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।
Comments