গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে তীব্র সমালোচনা মেদভেদেভের
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ না নেন, তাহলে গ্রিনল্যান্ডের মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে। সোমবার ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
মেদভেদেভের দাবি, যাচাই না করা তথ্য অনুযায়ী কয়েক দিনের মধ্যেই সেখানে হঠাৎ একটি গণভোট হতে পারে। সেই ভোটে প্রায় ৫৫ হাজার গ্রিনল্যান্ডবাসী রাশিয়ার পক্ষে ভোট দিতে পারে। তিনি ব্যঙ্গ করে বলেন, তাহলে যুক্তরাষ্ট্রের পতাকায় আর নতুন কোনো তারা যোগ হবে না।
ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন। তার মতে, রাশিয়াকে ঠেকাতে এবং জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা দরকার। গ্রিনল্যান্ডের অবস্থান ও প্রাকৃতিক সম্পদকে তিনি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই দাবির কড়া বিরোধিতা করেছে।
রাশিয়া সরাসরি গ্রিনল্যান্ডের ওপর দাবি না করলেও, দ্বীপটির কৌশলগত অবস্থান নিয়ে তারা দীর্ঘদিন ধরেই নজর রাখছে। কারণ এখানে একটি বড় মার্কিন সামরিক ও মহাকাশ নজরদারি কেন্দ্র রয়েছে এবং এটি উত্তর আটলান্টিক অঞ্চলে গুরুত্বপূর্ণ। ক্রেমলিন ট্রাম্পের নতুন বক্তব্যে সরাসরি মন্তব্য না করলেও আগেই বলেছে, আর্কটিক অঞ্চল রাশিয়ার জাতীয় ও কৌশলগত স্বার্থের অংশ।
তারা গ্রিনল্যান্ড ঘিরে চলা বিতর্ককে কাছ থেকে পর্যবেক্ষণ করছে।২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর আর্কটিক অঞ্চলের সহযোগিতা অনেকটাই ভেঙে পড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নৌপথ ও সম্পদের সম্ভাবনা তৈরি হওয়ায় এই অঞ্চল এখন আরো বেশি প্রতিযোগিতার কেন্দ্র হয়ে উঠেছে।
Comments