রাঙামাটির দুর্গম দুমদুম্যা ইউনিয়নের হেলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
রাঙামাটি পার্বত্য জেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলা প্রশাসক জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের হেলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ১২ জানুয়ারি রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী জেলার দুটি অত্যন্ত দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন করা ভোটকেন্দ্র দুটি হলো, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
উল্লেখ্য, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকা। এই দুর্গম ভোটকেন্দ্রটি এই প্রথম কোনো জেলা প্রশাসক সরাসরি পরিদর্শন করলেন। দুমদুম্যা ইউনিয়নে পৌঁছাতে জুরাছড়ি উপজেলা সদর থেকে প্রায় দুই দিন পায়ে হেঁটে যেতে হয়। বিকল্পভাবে রাঙামাটি হয়ে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। এসময় তিনি স্থানীয় জনগণের মাঝে তাদের মাতৃভাষায় লিখিত গণভোটের প্রচারপত্র বিতরণ করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
Comments