ব্রিজ নির্মাণ করে বিএনপি নেতার দৃষ্টান্ত স্থাপন
মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর করতে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেকসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান নিজস্ব অর্থায়নে এই দুটি ব্রিজ নির্মাণ করেছেন। ব্রিজ দুটি দুই ইউনিয়নের অন্তত সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করেছে।
ব্রিজ দুটি উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের মধ্যবর্তী খালের ওপর নির্মিত হয়েছে। এর মধ্যে একটি আলগী পাতাকাটা বাজার সংলগ্ন এলাকায় ৭৫ ফুট দৈর্ঘ্যের এবং অপরটি মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙ্গা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ২৫ ফুট দৈর্ঘ্যের।
এলাকাবাসী জানান, খালের ওপর সেতু না থাকায় স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দীর্ঘদিন নৌকা বা ঘুরপথে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। বিশেষ করে রোগী পরিবহন ও পণ্য আনা–নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হতো।
নতুন ব্রিজ দুটি চালু হওয়ায় ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন সহজেই কৃষিপণ্য বাজারে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল–মাদ্রাসায় যাওয়া এবং জরুরি প্রয়োজনে দ্রুত চলাচল করা সম্ভব হচ্ছে।
স্থানীয়রা বলেন, 'এই ব্রিজ দুটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সরকারি উদ্যোগের অপেক্ষায় থাকলেও বাস্তবায়ন হয়নি। এ আর মামুন খানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এই সেতু আমাদের জীবনে বড় পরিবর্তন এনেছে'।
এ বিষয়ে এ আর মামুন খান বলেন, 'মানুষের কষ্ট লাঘবই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমি চেষ্টা করেছি নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে দাঁড়াতে'।
Comments