ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুতাসি নামক রেল ক্রসিং ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার ১২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়।
জানাগেছে, কালুখালী থেকে ভাটিয়া পাড়াগামী লোকাল ট্রেন বোয়ালমারীর সুতাসি রেল ক্রসিং এ পৌঁছলে স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ক্রসিং পাড় হওয়ার সময় দুর্ঘটনা পতিত হয়। এতে তিন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বোয়ালমারী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments