কুড়িগ্রামে সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী নিখোঁজ
কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রাতে তারা একই কক্ষে থাকলেও সকাল থেকে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি বানিয়ারভিটা গ্রামে বাবুল ও মহিমা দম্পতি রবিবার রাতে ঘুমাতে যান। সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এবিষয়ে এলাকার অটোচালক মোস্তফা বলেন, 'গতরাত আড়াইটার দিকে বাবুল ভাইয়ের বাড়িতে গোঙানির শব্দ শুনি। এটা শুনে দৌড়ে গিয়ে বাড়ির গেটে ডাকাডাকি করি। কেউ ডাকে সাড়া না দিলে আমি মনে করি ঘুমে অনেক সময় বোবা ধরে এটা ভেবে বাড়ি আসি। সকালে মা ডাকি কয় ভাবিকে কে জানি হত্যা করেছে, কিন্তু ভাই নাই'।
একই এলাকার কফিল মিয়া জানান, মৃত্যুর খবর শুনে দৌড়ে গিয়ে দেখি বাবুলের বউয়ের গায়ে বিভিন্ন জায়গায় কাঁটা কাঁটা চিহ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে'।
এলাকাবাসী জানান, 'এটা রহস্যজনক মৃত্যু। আবার অনেকেই বলছেন তাঁর স্বামীকে তুলে নিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। তবে স্বামীকে খুঁজে পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে'।
নিহতের দ্বিতীয় ছেলে মেহেদী বলেন, আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না, ফোনও বন্ধ।
নাগেশ্বরী থানার ওসি, আব্দুল্লাহ হিল জামান জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে'।
Comments