নিজেকে ছাড়া কাউকে বাধা মনে করেন না ট্রাম্প
আবারও নিজস্ব ধাঁচের বেপরোয়া ও কর্তৃত্ববাদী বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, 'আমি ছাড়া আর কিছুই আমার পথে বাধা হতে পারবে না'—যা তার ক্ষমতাকেন্দ্রিক মানসিকতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবজ্ঞার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনের প্রেক্ষাপট অনুযায়ী, ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, বিচারব্যবস্থা ও পররাষ্ট্রনীতিতে চরম মেরুকরণ চলছে। নির্বাচনি মামলা, আদালতের রায়, কংগ্রেস ও গণমাধ্যম—সবকিছুকেই নিজের রাজনৈতিক পথে বাধা হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। তবে এবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এসব কিছুই তাকে থামাতে পারবে না।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ট্রাম্পের আগের অবস্থানেরই ধারাবাহিকতা। এর আগে তিনি একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো 'তার বিরুদ্ধে কাজ করছে', বিচারব্যবস্থা 'রাজনৈতিক অস্ত্র' হয়ে উঠেছে এবং তিনি ক্ষমতায় ফিরলে এসব কাঠামো নতুন করে সাজাবেন। তার সমালোচকদের ভাষায়, এটি কার্যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দাবি করছে, এই বক্তব্য মূলত তার সমর্থকদের উদ্দেশে দেয়া—যাতে তিনি নিজেকে একমাত্র 'অপ্রতিরোধ্য নেতা' হিসেবে তুলে ধরতে পারেন। অন্যদিকে ডেমোক্র্যাট ও নাগরিক অধিকারকর্মীরা সতর্ক করে বলছেন, এমন ভাষা গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি ক্ষমতার লাগামহীন ব্যবহারের মানসিকতাকে উসকে দেয়।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের ইতিহাসের দিকেও ইঙ্গিত করছেন। তাদের মতে, এর আগেও কিছু প্রেসিডেন্ট ক্ষমতার সীমা অতিক্রম করার চেষ্টা করেছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক চেক অ্যান্ড ব্যালান্স তাদের থামিয়েছে। ট্রাম্পের ক্ষেত্রে উদ্বেগের জায়গা হলো-তিনি প্রকাশ্যেই সেই বাধাগুলোকেই অস্বীকার করছেন।
Comments