পাকিস্তানে মেয়েদের স্কুল উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
পাকিস্তানের ডেরা গাজি খানের দূরবর্তী কোহ-ই-সুলেমান সীমান্ত অঞ্চলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিস্ফোরক ব্যবহার করে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয় উড়িয়ে দিয়েছে। এতে বিদ্যালয় ভবনের আংশিক ক্ষতি হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ঘটনাটি ঘটে ইউনিয়ন কাউন্সিল মিথওয়ানের বাসতি জোটার এলাকায়, যা বর্ডার মিলিটারি পুলিশ থানার লাখানি এলাকার আওতাধীন। বিস্ফোরণে লক্ষ্যবস্তু হয় জোটার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়। এতে ভবনের একটি অংশ ধ্বংস হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়করণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বোমা নিষ্ক্রিয়করণ দলকে ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্যা এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানায়, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ফিতনা-আল-খাওয়ারিজের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এলাকায় মেয়েদের শিক্ষাব্যবস্থা ব্যাহত করাই ছিল তাদের উদ্দেশ্য।
Comments