শেখ হাসিনার কঠোর সমালোচনা করলেন ড. রেজা কিবরিয়া
বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, 'বদমায়েশ মহিলা লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। মানুষের বিপদের সময় দুটি পথ থাকে—একটি হলো রুখে দাঁড়ানো, আরেকটি হলো পালিয়ে যাওয়া। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন। অথচ আমাদের নেত্রী খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী ; তিনি জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি'।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, পৌর যুবদলের আহবায়ক মো. আলমগীর মিয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। এছাড়াও বক্তব্য দেন ছাত্রদল নেতা নাবেদ মিয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতারা।
ড. রেজা কিবরিয়া বলেন, 'খালেদা জিয়া যুগ যুগান্তরের নেত্রী। এক হাজার বছর পরও বাংলাদেশ থাকলে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক; তিনি দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তাদের উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ সময় পর দেশে ফিরে দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে ড. রেজা কিবরিয়া বলেন, সেন্টু ও নোমান নামের দুই ব্যক্তি তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তারা কার স্বার্থে কাজ করছেন, তা তিনি জানেন বলেও উল্লেখ করেন। দলের প্রার্থীর বিরুদ্ধে দলের ভেতর থেকেই এমন অভিযোগ তোলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
Comments