গোপালগঞ্জে পাটের গুদামে আগুন, পুড়ে গেছে ১৮'মণ পাট, কোটি টাকার ক্ষতি
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মণ পাট। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
১০ জানুয়ারি গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ ঘটনা হয়। খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে এ আগুন পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩'শ মণ, নির্মল সাহার গোডাউনের ১'শ ৭৫ মণ ও ইকরাম মিয়ার গোডাউনের ৩'শ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, কীভাবে আগুনের শুরু হয়েছে তার তদন্ত করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, এবারের পাট মৌসুমে বিক্রির জন্য গোডাউনে ১ হাজার ৩'শ মণ পাট মজুদ রাখা হয়েছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ী থেকে আসতে আসতে আমার গোডাউনের সব পাট পুড়ে ছাই। আমি এখন স্বর্বশান্ত হয়ে গেলাম।
অপর ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, আমার গোডাউনের ৩'শ মণ পাট ছিলো। সব টাকা দিয়ে পাট কিনেছিলাম। সব কিছু পুড়ে যাওয়া আমি শেষ। এখন সরকারি সহযোগিতা না পেলে আমাকে পথে বসতে হবে।
Comments