মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়
মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। দেশের মানুষ প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা ৫ আগস্ট দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।
আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কী হতে পারে তা ৫ আগস্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।
নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়েছে, নতুন প্রজন্ম গাইডেন্স চাইছে, আশা দেখতে চাইছে। রাজনীতিবিদনের কাছে সবার অনেক প্রত্যাশা। সবটা পূরণ করা সম্ভব নয়। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মাথায় রেখে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে।
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আমরা নারীদের অন্তর্ভূক্ত করতে চাই।
নিজের বলা 'আই হ্যাভ এ প্ল্যানের' কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমার সেই প্ল্যানের (পরিকল্পনা) একটি বড় অংশ নারীদের নিয়ে।
সবার উদ্দেশে তিনি বলেন, আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে। তাতে হয়ত অনেক বেগ আসবে। তবে গণতন্ত্র নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।
তিনি বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।
Comments