রুমায় বিজিবির উদ্যোগ
শীত মৌসুমে পাহাড়ি জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার দরিদ্র ও শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক।
এ সময় তিনি বলেন, 'দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ববোধ ও মানবিক চেতনার অংশ'।
অনুষ্ঠানে আরও ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজিবি সূত্র জানায়, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ইতোমধ্যে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনগুলোতেও এই ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Comments