খালেদা জিয়ার মৃত্যু: ঢাকায় যাচ্ছেন সুনামগঞ্জের বিএনপি নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকেই সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। এছাড়াও তাদের সাথে অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এছাড়াও, রাত সাড়ে ৯টার দিকেও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে যানবাহনের জন্য অপেক্ষা করতে এবং বিভিন্ন বাসে করে রওনা দিতে দেখা যায়। নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় শরিক হতে তারা ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও রিজার্ভ করা বাসে করে রওনা হয়েছেন। বাসস্ট্যান্ড এলাকায় এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মীকে খালেদা জিয়ার বিদায়ে শোকাচ্ছন্ন দেখা যায়।
এদিকে, দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, 'সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিট থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাচ্ছেন। অনেকে নেতাকর্মীই ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন।'
Comments