নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ১০ বছর পর হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী
অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নিতে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামের বাড়ীতে এসেছেন সৌদি আরব প্রবাসী শাহাবুদ্দিন মিয়া। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দীর্ঘ ১০ বছর পর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় নেমে হেলিকপ্টারে চড়ে এলাকা আসেন তিনি।
সৌদি প্রবাসী শাহাবুদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে। তিনি মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টরে চড়ে এলাকায় আসায় আলোচনার জন্ম দিয়েছেন সৌদি প্রবাসী এই বিএনপি নেতা।
জানাগেছে, দীর্ঘ এক দশক আগে সৌদি আরবে পাড়ি জমান মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন মিয়া। এরপর তিনি আর দেশে ফিরেননি। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ও দেশের পট পরিবর্তনের পর সিদ্ধান্ত নেন তিনি দেশে ফিরবেন। সেই সিদ্ধান্ত থেকেই আজ সকালে সৌদি আবর থেকে ফাকায় আসেন শাহাবুদ্দিন মিয়া। পরে তিনি হেলিকপ্টারে করে নিজগ্রাম মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরেন তিনি। এসময় তাকে বহন করা হেলিকপ্টারটি কাশালিয়া পূর্বপাড়া নিবাসী সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে অবতরণ করেন।
হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।
অবতরণের পর শাহাবুদ্দিন মিয়া হেলিকপ্টার থেকে বাইরে এলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে এলাকার যুব সমাজের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়। এসময় এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রবাস ফেরত শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার আসার পর তীব্র শীত উপেক্ষা করে মাঠে উপস্থিত হয় শিশু-যুবকসহ নানা বয়সের মানুষ। শাহাবুদ্দিন মিয়াকে ও হেলিকপ্টারটি দেখার জন্য হুরোহুরি করেন তারা।
প্রবাস ফেরত মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন মিয়া বলেন, গত ১০ বছর আগে দেশ ছেড়ে সৌদি আরবে গিয়ে ছিলাম। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার জন্যই দেশে ফিরেছি।
তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বিএনপি'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Comments