বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরায় বাংলাদেশের মানুষ একজন অভিভাবক পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ।শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসার পরে সারা বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত। তার ফেরা নিয়ে অনেক কথা হলেও তিনি দেশে এসে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি দেশে এসে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন।
কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির প্রত্যাশা আগামীর নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
এসময় সুনামগঞ্জের ১ আসনের বিএনপির মনোনয়নীত প্রার্থী আনিসুল হক, ৪ আসনে বিএনপির মনোনয়নীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল ও ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments