সুনামগঞ্জে জ্বালানি অপরাধিদের বিচারের দাবিতে ক্যাবের মানববন্ধন
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং এই খাতের 'জ্বালানি অপরাধীদের' বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি খাতের অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য সাজ্জাদুর রহমান, মো. এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মো. উস্তার আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে। এসব অসম চুক্তির কারণে সাধারণ গ্রাহকদের ওপর বারবার বিদ্যুতের দামের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই এই সব দুর্নীতির শেকড় উপড়ে ফেলে প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
Comments