সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ সুপার ক্যারাভান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ 'ভোটের গাড়ি' বা সুপার ক্যারাভান কার্যক্রম। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভানের যাত্রা শুরু হয়। এ সময় ভোটের গাড়িকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর সুপার ক্যারাভান সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করবে। ভোটের গাড়ির পাশে স্থাপন করা হয়েছে 'দেশের চাবি আপনার হাতে' শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। এতে বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজেদের মতামত ও প্রত্যাশা লিখে জানিয়েছেন।
অনুষ্ঠানে উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বক্তব্য প্রচার করা হয়। পরে বিভিন্ন দেশাত্মবোধক ও সচেতনতামূলক গানের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয় এবং একটি গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, "আমরা সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভোটারদের কাছে গণভোট ও নির্বাচনের গুরুত্ব ও বার্তা পৌঁছে দিতে কাজ করব।"
Comments