সরকারি ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে টইটুম্বুর কুয়াকাটা
সরকারি টানা ৩ দিনের ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে টইটুম্বুর হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়ারীতে হৈ-হুল্লোড়ে মেতেছেন। অনেকে সমুদ্রে সাঁতার কাটছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন বাহনে ভ্রমণ এবং নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন।
বাড়তি পর্যটকদের আনাগোনা বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। গত কয়েক দিনের তুলনায় দ্বিগুণ বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। আগামীকাল শনিবার পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকবো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার, হাবিবুর রহমান বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ সহ থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা।
Comments