ঘনকুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, ৪ যাত্রী নিহত
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল এলাকায় ঘনকুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯-এর মধ্যে এই সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় চালকরা নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম জানান, "নিহত দুজনই জাকির সম্রাট লঞ্চের যাত্রী ছিলেন। তারা লঞ্চের কিনারায় অবস্থান করছিলেন। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় তারা নিজেদের সামলাতে না পেরে প্রাণ হারান। আমাদের (অ্যাডভেঞ্চার-৯) লঞ্চের কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।"
তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুটি লঞ্চই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি বর্তমানে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছেছেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘনকুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি মরদেহগুলো নিয়ে সরাসরি ঢাকা সদরঘাটে চলে গেছে।"
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সদরঘাটে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Comments