হাসপাতালে রিজভী, অগ্নিদগ্ধ নেতাকে তারেকের উপহার
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রবিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি সদর হাসপাতালের বেলালকে দেখতে যান। এ সময় রিজভী বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৪ লাখ টাকার চিকিৎসা সহায়তা তুলে দেন।
হাসপাতালে কেন্দ্রীয় নেতাদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দগ্ধ বেলাল। কান্নাজড়িত কণ্ঠে তিনি রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঘটনার বিস্তারিত জানান। এ সময় বেলাল ও তার পরিবারের চিকিৎসা ও ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে নেতারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বেলালের বাড়ি পরিদর্শনে যান। সেখানে তারা স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
এদিকে ঘটনার দুইদিন পার হলেও এখনো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ বলছে, আগুন লাগানোর বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ মেলেনি। তবে স্থানীয়রা বলছেন, এটি পরিকল্পিত হামলা হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে বেলালের বসতঘরে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় মারা যায় তার ৭ বছরের কন্যা আয়েশা। আরেক কন্যা সালমা আক্তার স্মৃতি (১৭) দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।
Comments