ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো দুজন
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । র্যাব-পুলিশের পৃথক অভিযানে এনিয়ে গ্রেপ্তার হয়েছে ১২ জন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেফতারের তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। তাদেরকে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে হত্যা করে উত্তেজিত জনতা। নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।
Comments