গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ’লীগ থেকে ১৩ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের ১৩ নেতা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা সংবাদ সম্মেলন করে এই ১৩ নেতা পদত্যাগের ঘোষনা দেন তারা।
পদত্যাগ করা নেতারা হলেন-টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল হক, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফ, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, বিদ্যুৎ বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।
আজ শনিবার বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের আদর্শের সাথে আমাদের আদর্শের কোন মিল নেই। যার করনে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
অপরদিকে, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।
লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজ থেকে আমাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক থাকবে না। #
Comments