কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ মাসুদুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩০), বদিউর রহমান (৪০) ও মামুন হোসেন (৩৪)। অভিযানের সময় ডাকাত দলের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত রড, চাপাতি, কাটার, দড়ি, স্কচটেপ, মুখ বাঁধার কাপড়সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, থানা পুলিশের একটি বিশেষ টহল দল রোহিতপুর শাক্তা, জিনজিরা ও ঢাকা–মাওয়া মহাসড়কসহ আশপাশের এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় রোহিতপুরের সোনাকান্দা মোল্লা বাড়ির তিন রাস্তার মোড়ে একটি নীল রঙের জ্যাক গাড়ি (ঢাকা মেট্রো-খ ১৪-৪৫৩০) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
পুলিশ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে প্রায় ২০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments