বরিশালে পৃথক দুটি মরদেহ উদ্ধার, অটো ছিনতাইয়ের অভিযোগ
বরিশালে যুবক কে হত্যা করে অটো ছিনতাই এর অভিযোগ। অপরদিকে আবাসিক হোটেলের রুম থেকে নাইট গার্ডের মরদেহ উদ্দার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবক কে হত্যা করে অটো ছিনতাই এর অভিযোগ উঠেছে। মহাসড়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাকেরগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কাঠের পুল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটো চালক পটুয়াখালীর দুমকি উপজেলার চরপাড়া ইউনিয়নের জসিম হাওলাদার এর ছেলে শাকিল হাওলাদার (১৮)। পরিবার সূত্রে জানা যায় শাকিল গত দুইদিন ধরে নিখোঁজ ছিল এ ব্যাপারে দুমকি থানায় একটি সাধারন ডাইরিও করা হয়েছে।
আজ তার তার মরদেহ বাকেরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। এ সময় তাকে সনাক্ত করে পরিবারকে খবর দেয়া হলে শাকিলের পরিবার অভিযোগ করেন তাকে হত্যা করে তার অটো ছিনতাই করা হয়েছে। এটি পরিকল্পিতভাবে হত্যা।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানারওসি সোহেল রানা জানান, ঢাকা বরিশাল মহাসড়কের কাঠেরপুল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম শাকিল। পরিবার তাকে সনাক্ত করেছে। সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। ওসি আরো জানায় নিহাতের মুখমণ্ডল থেতলানো এবং হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতন্ত্র শেষে সঠিক কারণ জানাযাবে।
এদিকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের রুম থেকে নাইট গার্ডের মরদেহ উদ্দার করেছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ফলপট্টি রোডের আবাসিক হোটেল পার্ক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ওই হোটেলে কর্মরত নাইট গার্ড আব্দুল হাকিম হাওলাদারের। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কলসকাঠি গ্রামের বাসিন্দা। কোতয়ালী মডেল থানার এস আই মোঃ সেলিম জানায়, রাতে অসুস্থতা বোধ করে হোটেলের একটি রুমে যায় হাকিম হাওলাদার। এর পর ভেতর থেকে কোন সাড়া না পেলে হোটেল কতৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে। সুরাতাল শেষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
Comments