গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অর্থিক অনুদান বিতরণের মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ দিবসটি পালন করে।
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ-রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ" এ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: হবীবুল্লাহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবিদ রায়হান, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা মো: জহিরুল হকপ্রবাসী মুকুল খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মৃত প্রবাসী কর্মী শেখ আবুল বাসারের মেধাবী কন্যা সৌদিয়া রহমান উপমা, মো: মাসুম শেখের কন্যা রাজিয়া সুলতানা রুমি, রওশন আলী খানের ছেলে মো: শাকিল খানের প্রত্যেকের হাতে ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সৌদি প্রবাসী আমিনুল ইসলামের প্রতিবন্ধী কন্যা আঁখি মনির হাতে ১২ হাজার টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রমজান খানকে দুই লাখ, মিলন সরদারকে ৩ লাখ টাকা ও মিসেস নাসরিননের হাতে ৩ লাখ টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাচ্ছে। প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবার পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী ও তাদের পরিবারের সমস্যা সমাধান ও সহযোগীতা করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
Comments