ফরিদপুরের সালথায় ৩৫০ টাকায় গরুর মাংস দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাজু খান
ফরিদপুরের সালথা উপজেলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাজু খান শতাধিক অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে স্বল্পমূল্যে গরুর মাংস বিতরণ করেছেন। মানবিক এই উদ্যোগে পরিবারপ্রতি মাত্র ৩৫০ টাকায় ১ কেজি করে গরুর মাংস সরবরাহ করা হয়, যা বর্তমান বাজারদরের তুলনায় অনেকটাই কম। এই আয়োজনের মাধ্যমে প্রায় শতাধিক পরিবার উপকৃত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলা পরিষদের পাশের বাইপাস মোড়ে এই কার্যক্রমটি পরিচালিত হয়। এই সময় প্রতিটি অসচ্ছল পরিবারের একজন সদস্যকে এই স্বল্পমূল্যের মাংস দেওয়া হয়।
বিতরণকালে রাজু খান বলেন, "সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। কনটেন্ট তৈরির পাশাপাশি আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করতে। আমার নিজের বাবা নেই, তাই আমি চাই সমাজের মানুষের সেবা করতে। আমার স্বপ্ন ভবিষ্যতে একটি এতিমখানা প্রতিষ্ঠা করা। ভবিষ্যতেও আমার এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয় নিম্নআয়ের মানুষজন রাজু খানের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে স্বল্পমূল্যে গরুর মাংস পাওয়ায় তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন।
উল্লেখ্য, রাজু খান কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন শিল্পী যিনি গান করতে ভালোবাসেন এবং তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে সেই গান পোস্ট করেন। এর পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও মানবিক কনটেন্ট তৈরির পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
Comments