বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) করা প্রশ্নে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে 'প্রতিরোধ যুদ্ধ' বলে সম্বোধন করা হয়েছে। এ ছাড়া ওই প্রশ্নে পাকিস্তানি বাহিনীকে বলা হয়েছে 'দখলদার বাহিনী'। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি পিএসসি।
গত ২৭ নভেম্বর শুরু হয়েছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় 'বাংলাদেশ বিষয়াবলি' বিষয়ের পরীক্ষা। 'বাংলাদেশ বিষয়াবলি' বিষয়ের 'মহানন্দা' সেটের প্রশ্নে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে অন্যভাবে উপস্থাপন করতে দেখা গেছে।
ওই প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, '১৯৭১ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন।' এই প্রশ্নের উত্তরের জন্য রাখা হয়েছে ২০ মার্ক (নম্বর)।
পরীক্ষার পর প্রশ্নে এমন শব্দচয়ন নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
তন্ময় হাবিব নামের একজন ফেসবুকে লিখেছেন, 'মুক্তিযুদ্ধ শব্দে খুব অ্যালার্জি! ভবিষ্যতে হয়তো লেখা হবে, ভারত-পাকিস্তান যুদ্ধ। হয়তো আমাদের জীবদ্দশাতেই সেই প্রশ্নপত্র দেখব।'
১৯৭১ সালে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল নাকি? এমন প্রশ্ন রাখেন ইফতেখার মাশরুর গালিব নামের একজন।
এম শাহজালাল পারভেজ নামের একজন ফেসবুক ব্যবহারকারী প্রশ্নের একটি ছবি পোস্ট করে লিখেছেন, '১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সব শ্রেণির মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল। ২০২৫ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে কেন প্রচার করা হচ্ছে? ভুলে যাবেন না নিজের জন্ম নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে মানুষ আপনাকে বেজন্মা বলবে।'
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা পিএসজির কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।
Comments