মদের দোকানে বেহুঁশ অবস্থায় মাতাল র্যাকুন!
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি মদের দোকানের কর্মীরা দোকানে ঢুকেই তাজ্জব বনে যান। তারা দেখেন, একটি র্যাকুন দোকানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, মদ্যপান করে মাতাল হয়ে টয়লেটের মেঝেতে বেহুঁশ অবস্থায় পড়ে আছে র্যাকুনটি।
বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এ ঘটনা। গত সপ্তাহের থ্যাংকস গিভিং উৎসবের কারণে বন্ধ ছিল ভার্জিনিয়ার আশল্যান্ডের মদের দোকানটি। আর এই সুযোগেই অযাচিত অনুপ্রবেশ ঘটে র্যাকুনটির। দোকানের নিচের তাকে থাকা স্কচ খেয়ে মাতাল হয়ে হুঁশ হারিয়ে ফেলে প্রাণীটি। গত শনিবার (২৯ নভেম্বর) সকালে দোকানের কর্মীরা কাজে ফিরে দেখেন, দোকানজুড়ে ভাঙা বোতল আর মদের ছড়াছড়ি। একটু পরই টয়লেটের মেঝেতে একটি বেহুঁশ র্যাকুন আবিষ্কার করেন তারা।
মদের দোকানের কর্মী মার্টিন জানান, র্যাকুনটি ছাদের টাইলস ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর পুরোদস্তুর তাণ্ডব চালায় এবং সামনে যা পায় তাই পান করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ঘটনা জানিয়ে ফোন করা হয় প্রাণী নিয়ন্ত্রণ দফতরে। প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা এসে র্যাকুনটিকে উদ্ধার করে হ্যানোভার কাউন্টি অ্যানিমেল প্রোটেকশন অ্যান্ড শেল্টারে নিয়ে যান। সেখানে তার হুঁশ ফেরানো হয়।
র্যাকুনটির শরীরে কোনো আঘাতের চিহ্ণ মেলেনি। তবে মাতাল হওয়ার কারণে র্যাকুনটি বেশ কয়েক ঘণ্টা ঘুমিয়ে কাটায়। এরপর সুস্থ হলে তাকে বনে ছেড়ে দেয়া হয়।
Comments