ভাঙ্গায় ভূমি উন্নয়ন করের জাল রশিদ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন করের (জমির খাজনা) জাল রশিদ তৈরির অভিযোগে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (৩২) ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা টাউন এলাকার মো. বাবু মিয়ার ছেলে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া কোর্টপাড় এলাকায় 'রাসেল কম্পিউটার' নামে দোকান চালাতেন এবং দীর্ঘদিন ধরে তিনি সরকারি ভূমি উন্নয়ন করের জাল রশিদ তৈরি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে জাল রশিদ তৈরির বিভিন্ন আলামতসহ রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম এই বিষয়ে বলেন, সরকারি রাজস্ব আদায়সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, "সরকার ও জনগণের স্বার্থ সুরক্ষা এবং ভূমি সেবাকে স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালীন ভাংগা থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল, ভূমি অফিসের পেশকার মাহবুব মোল্লাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments