টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম (স্বপন ফকিরের) মনোনয়ন বাতিলের দাবিতে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকরা।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিছিলটি সমাপ্ত করে এবং সেখানেই তার নেতাকর্মী ও সমর্থকরা বক্তব্য রাখেন।
এ সময় হাত উচিয়ে লাল কার্ড প্রদর্শন ও 'বয়কট— বয়কট স্বপন ফকির বয়কট'সহ নানা ধরণের স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা।
সমাবেশে বক্তব্য রাখেন— মোহাম্মদ আলী পক্ষের সমন্বয়ক বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।
এতে ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, মধুপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ সরকার, যুবদল নেতা মনি সরকার, রুবেল, আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন— বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে তিনি ফকির মাহবুব আনাম স্বপনের বাড়ি ভূঞাপুরে। তার মধুপুর-ধনবাড়ীতে সম্পৃক্ততা নেই। মনোনয়ন পরিবর্তন করা না হলে এ আসনটি পুনঃউদ্ধার হবে না। তাই গণমানুষের দাবি, স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আসনটি উদ্ধার হবে।
Comments