গোপালগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রার্থীদের সমাবেশ-গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে মাঠের উত্তাপ। গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী-মুকসুদপুর) এবং গোপালগঞ্জ-০২ (সদর ও কাশিয়ানী) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনমুখী প্রস্তুতি ততই চূড়ান্ত রূপ নিচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষে ভোট চেয়ে করছেন সভা-সমাবেশ ও গণসংযোগ। সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি ঈদগাহ মাঠে সমাবেশ করেন গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর। কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ওসিকুর রহমানের সভাপতিত্বে অ্যাড. কাজী অাবুল খায়ের, অাজিজুর রহমান বেনো, অ্যাড. এম তৌফিকুল ইসলাম তৌফিক, সিকদার শহিদুল ইসলাম লেলিন বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর বলেন, এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু ঘরের ছেলে হিসাবে আমাকে একটিবার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আওয়ামী লীগের সময় যে উন্নয়নের ধারা অব্যাহত ছিল আমি জয়লাভ করলে এলাকার সেই ধারা অব্যহত রাখবো।
তিনি আরো বলেন, তারা (জামায়াতে ইসলামী) মুক্তিযদ্ধের দল নয়, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের দল। যে কারনে এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নির্বাচিত হলে আমি সাধারন মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজ করে যাবো।
অপরদিকে, সকালে গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে বিএনপির নেতাকর্মীরা।
উজানী ইউনিয়নে আয়োজিত এ গণসংযোগের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ধানের শীষে ভোট প্রার্থনা করে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ চালান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত মুন্সী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বিশ্বাস, উজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ মোল্যা, সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দিন দিন বাড়ছে, এবং তারা বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। #
বাদল সাহা
গোপালগঞ্জ।
Comments