শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের চমৎকার সুযোগ প্রাণিসম্পদ সেক্টরে: ডা: মানিক বিশ্বাস
চাঁদপুরের হাইমচরে 'পানি সম্পদ সপ্তাহ ২০২৫' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মানিক বিশ্বাস বলেছেন, শিক্ষিত লাখ লাখ বেকার যুবকদের জন্য চমৎকার কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে দেশের প্রাণিসম্পদ সেক্টরে।
২৬ নভেম্বর বুধবার তিনি এই মন্তব্য করেন। ডাক্তার মানিক বিশ্বাস মনে করেন, প্রাণিসম্পদ সেক্টরে সঠিক মনোযোগ ও উদ্যোগ গ্রহণ করলে বেকার যুব সমাজকে সহজেই দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, "ঐতিহ্যগতভাবে কৃষিনির্ভর আমাদের দেশে, প্রাণিসম্পদ আজ শুধুমাত্র পারিবারিক প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, এটি একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। গবাদি পশু পালন, পোল্ট্রি শিল্প, দুগ্ধ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষেত্রগুলোতে ব্যাপক বিনিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, উচ্চশিক্ষিত যুবকরা তাদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এই সেক্টরে সফল উদ্যোক্তা হতে পারে। এতে একদিকে যেমন তাদের আত্মকর্মসংস্থান হবে, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
ডাক্তার মানিক বিশ্বাস বেকার যুবকদের সরকারের প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করে এই সম্ভাবনাময় সেক্টরে নিজেদের নিয়োজিত করার এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত স্থানীয় যুবক, সোহাগ, মিজান, মুক্তা সহ আরো অনেকে জানান, বেকারত্ব থেকে মুক্তি পেতে প্রাণিসম্পদ খাতে উদ্যোগ গ্রহণে তারা আগ্রহী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ বিভিন্ন সরকারি প্রকল্প, স্বল্পসুদে ঋণ সুবিধা এবং বিনামূল্যে প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, অমিত রায়, জানিয়েছে, প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে, প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে আরও কয়েকটি কর্মশালা ও প্রদর্শনী আয়োজন করা হবে। যার মাধ্যমে শিক্ষিত আধুনিক বেকার যুবকরা প্রাণিসম্পদ সেক্টরে কর্মসংস্থান সুযোগ সৃষ্টির পাশাপাশি বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখবে।
প্রাণিসম্পদ খাতের এই সম্ভাবনা হাইমচরের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেছেন বক্তারা। এদিকে ইতিমধ্যে যাহারা হাঁস মুরগি ও গরু ছাগল পালনে নিজ সামাজিক, রাষ্ট্রীয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদেরকে বিভিন্ন পর্যায়ে পুরস্কার দেওয়া হয়।
Comments