রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে ।কাউখালীর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ইসহাক এর সত্যতা নিশ্চিত করেছেন
নিহত সিএনজি ড্রাইভার নাম হাসান মিয়া (২২), বাবার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। তার গ্রামের বাড়ী বরিশাল লালমোহন। সে রাঙামাটি থেকে কাঁচা মাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। আহত সিএনজি যাত্রীর নাম গিয়াস উদ্দিন। বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ী কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষধ বহনকারী কাভার ভ্যান (ঢাকা মেট্রো-ম)- ১৪- ১৩৭০ দ্রত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-থ- ১২-৮৩৬৭ সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
মূহুর্তেই সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চালক হাসান (২২) ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দু'জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষনা করেন। আহত গিয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। দূর্ঘটনা কবলিত কাভার ভ্যানটি আটক করেছে পুলিশ।
তবে কাভার্ট ভ্যানের ড্রাইভার চট্টগ্রামের বোয়ালখালীর। তার নাম শিব বড়ুয়া। দূর্ঘটনার পর ড্রাইবার পালিয়ে গেছে।
Comments