গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। 'দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি' 'আমিষেই শক্তি আমিষেই মুক্তি' এই প্রতিপাদ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।
পরে জেলা শহরের হাউজিং মাঠ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান-প্রধান সড়ক ঘুরে হাউজিং মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর অতিথিরা ওই মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩২টি স্টল পরিদর্শন করেন। সেখানে আনা প্রাণিদের চিকিৎসা দিতে একটি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। এসময় ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, খামারী গৌতম মজুমদার, রেশমা প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী ও গোপালগঞ্জ শহরের হাউজিং মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি স্টল বসেছিল। এছাড়া এ সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন ও স্কুলের শিশুদের দুধ পানসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান ওই কর্মকর্তা।
Comments