সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি'- এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
উদ্বোধনের পরপরই খামারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. তরুণ কুমার শিকদার। এর আগে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত সাহা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, 'আমাদের প্রাণিসম্পদ খাত কেবল দেশের মানুষের আমিষের চাহিদা মেটাচ্ছে না, এর মাধ্যমে হাজার হাজার পরিবার স্বাবলম্বী হচ্ছে। এটি আমাদের গ্রামীণ অর্থনীতির এক নীরব চালিকাশক্তি। আমরা যদি একযোগে দেশীয় জাতের সুরক্ষা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারি, তবেই আমাদের প্রাণিসম্পদ খাতে সত্যিকারের উন্নতি আসবে।'
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীটি ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে স্থানীয় খামারি এবং বিভিন্ন ডেইরি ফার্মের অংশগ্রহণে মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগি এবং নানা ধরনের উন্নত প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়। অতিথিরা স্টলের উদ্ভাবনী কার্যক্রম ও স্বাস্থ্যবান প্রাণীর পরিচর্যা দেখে ভূয়সী প্রশংসা করেন। ##
Comments