উল্লাপাড়ায় ৭ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
দেশীয় জাত,আধুনিক: প্রানীসম্পদে হবে উন্নতি এই শ্রোগানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আগত অতিথিদের মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলা পরিদর্শন শেষে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. এম এ মতিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শারমিন আক্তার , উল্লাপাড়ার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান শাকিল,কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সহ আরো অনেকে।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন খামার, পশুপালন উপকরণ, দুগ্ধজাত পণ্য, হাঁস–মুরগি, গবাদিপশু ও অন্যান্য প্রদর্শনীর স্টল বসেছে। প্রতিদিনই থাকবে সেমিনার, পরামর্শ সেবা ও বিশেষ সচেতনতামূলক কার্যক্রম। মেলা চলবে আগামী ৭ দিন। এ মেলায় মোট ২৬ টি স্টল অংশ নিয়েছে
Comments