রামগতিতে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়নসহ ৩ জন আটক
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আসলপাড়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আটক নয়ন আলেকজান্ডার আ.স.ম. রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা। তার সঙ্গে আটক অপর দুজন হলেন আহাদ ও ইকবাল হোসেন।
কোস্ট গার্ড জানায়, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়মিতভাবে ঘাট থেকে চাঁদা তুলছিলেন। নয়নের কাছ থেকে রশিদের একটি বইও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চাঁদা তোলার কথা স্বীকার করলেও কোনো বৈধ ইজারার কাগজ দেখাতে পারেনি।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, নয়নের
বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রশিদ বইসহ হাতেনাতে আটক করা হয়। পরে তিনজনকেই রামগতি থানায় হস্তান্তর করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, কোস্ট গার্ড বাদী হয়ে নয়নসহ তিনজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।
Comments