সিলেটে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭
সিলেট নগরীর লাক্কাতুড়া এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মাহফুজ আহমদ (২৬) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাহফুজ নামে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা জার্নালকে বলেন, দুর্ঘটনায় একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। আহত আরো ৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। হতাহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Comments